যমুনা ও সামস্যাং এর উদ্যোগে ঈদ ফুটবল টুর্নমেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে ঐতিহ্যবাহী রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘ মাঠে রবিবার (৩ জুলাই) ২০২২ ইং বিকেল ৪ টায় JAMUNA Electronics Showroom – Rajendrapur এবং SAMSUNG Smart Plaza-Rajendrapur এর যৌথ আয়োজনে JAMUNA & SAMSUNG ঈদ ফুটবল উৎসব -২০২২ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সাটিয়াবাড়ী ফুটবল একাদশ বনাম রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘ ফুটবল একাদশ। টুর্ণামেন্টের সভাপতি রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসকর মাস্টারের সভাপতিত্বে টুর্ণমেন্ট এর শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সাইদ কামাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন JAMUNA Electronics Showroom – Rajendrapur এবং SAMSUNG Smart Plaza – Rajendrapur এর স্বত্বাধিকারী এবং জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম শিমুল, আওয়ামীনেতা বাবর আলী, মজনুল হক, আমির উদ্দিন ফকির, জজমিয়া, সালাম ফকির, সাবেক ফুবলার শরাফত আলী, আসমত আলী,মজিবুর রহমান প্রমূখ্য।

one pherma

নক আউট ভিত্তিক টুর্ণামেন্ট ৮ টি টিম যথাক্রমে – রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘ ফুটবল একাদশ, সাটিয়াবাড়ী ফুটবল একাদশ, আতলড়া ফুটবল একাদশ, রাজারামপুর ফুটবল একাদশ, পাবুরিয়াচালা ফুটবল একাদশ, নয়নপুর ফুটবল একাদশ, রাজেন্দ্রপুর বাজার ফুটবল একাদশ এবং প্রহলাদপুর ফুটবল একাদশ অংশ গ্রহন করছে।

আগামী ১৫ জুলাই -২০২২ শুক্রবার JAMUNA & SAMSUNG ঈদ ফুটবল টুর্ণামেন্টের ঝাঁক ঝমক পূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হবে।

ইবাংলা / জেএন / ০৪ জুলাই,২০২২

Contact Us