মালয়েশিয়ায় করোনাভাইরাসে আরো ২,৫৩৬ জন আক্রান্ত, ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় রোববার(৩জুলাই) মধ্যরাত পর্যন্ত করোনাভাইরাসে ২,৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে ৪৫ লাখ ৭৩ হাজার ৮৯১ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

Islami Bank

মন্ত্রণালয় জানায়, নতুন রোগির মধ্যে ২,৫৩৩ জন স্থানীয়ভাবে সংক্রমিত হন এবং বাকি তিন বিদেশ থেকে দেশে ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় নতুন করে করোনাভাইরাসে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এনিয়ে দেশটি কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩৫ হাজার ৭৭৬ জনে দাঁড়ালো।

মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩,১২৩ জন করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ্য হয়ে উঠেছেন। এনিয়ে দেশটিতে এ ভাইরাস থেকে সেরে উঠা এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মানুষের সংখ্যা বেড়ে মোট ৪৫ লাখ ৮ হাজার ৩২২ জনে দাঁড়ালো।

one pherma

বর্তমানে মালয়েশিয়ায় ২৯ হাজার ৭৯৩ জন করোনা রোগি রয়েছেন। এদের মধ্যে ৪৫ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের মধ্যে ২৬ জনের বাড়তি অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

এদিকে মালয়েশিয়ায় রোববার ৬,০৮৪ জনকে ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এনিয়ে দেশটিতে মোট জনসংখ্যার ৮৫.৯ শতাংশ কমপক্ষে এক ডোজ, ৮৩.৬ শতাংশ দুই ডোজ এবং ৪৯.৪ শতাংশ বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

ইবাংলা / জেএন / ০৪ জুলাই,২০২২

Contact Us