জবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান এবং জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

Islami Bank

মঙ্গলবার (৫ জুলাই) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী পি.আর.এল (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) এ যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ২২(৫) ধারা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত করা হল,

one pherma

১২ জুলাই ২০২২ তারিখ থেকে কার্যকর হবে এবং দায়িত্ব পালনের জন্য ড. মো. আবুল হোসেন বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. আবুল হোসেন সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

ইবাংলা / জেএন / ০৫ জুলাই,২০২২

Contact Us