নড়াইলে লাঞ্ছিত অধ্যক্ষের পরিবারের পাশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ’র ছাত্র রাহুল দেব রায়’র ধর্মীয় উস্কানির ফেসবুক স্ট্যাটাস’র বিষয়কে কেন্দ্র করে অধ্যক্ষ ভারপ্রাপ্ত) স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের (জুতার মালা দেয়া) ঘটনায় নিন্দ জানিয়েছেন নড়াইলের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সোমবার (৪জুলাই) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বাড়ি যান। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু ,বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এসএ মতিন,কলেজ শিক্ষক মলয় নন্দী প্রমুখ।

ঘটনার পর হতে অনেকবার এ পরিবারের খোঁজ খবর নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক নিজাম উদ্দিন খান নিলু । নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিত ঘটনার তীব্র নিন্দা জানান। সেই সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র স্ত্রী,সন্তান ও বাড়ির অন্যান্যদের শান্তনা দিয়ে জঘন্য এ কাজের সাথে জড়িতদের শাস্তি দাবি জানিয়ে নির্যাতিত এ পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র পরিবারের লোকজন ও প্রতিবেশিরা তাদের নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করে বলেন,পুলিশ পাহারায় রয়েছে। তারপরও বড়কুলা গ্রামের প্রতিটি পরিবারেই আতংক বিরাজ করছে।

ইবাংলা/জেএন/৫জুলাই,২০২২

Contact Us