নড়াইলে কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনার প্রতিবাদে “নিপিড়নের বিরূদ্ধে নড়াইল” ব্যানারে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।

Islami Bank

স্মারক লিপিতে ধর্মীয় উস্কানী দেয়া ছাত্র রাহুল দেবের দৃষ্টান্তমূলক শাস্তি সহ উস্কানিদাতা কলেজ শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিচার,অধ্যক্ষ স্বপন কুমারকে কলেজে নিরাপত্তা সহ স্বপদে বহাল এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলা হয়েছে।

বুধবার (৬জুলাই) সকাল ১০টার দিকে নড়াইল আদালত সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেনি পেশার কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। “নিপিড়নের বিরূদ্ধে নড়াইল” এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু এর সভাপতিত্বে এ্যাডভোকেট কাজী বশিরুল হক এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস,সহ-সভাপতি কাজী ইসমাইল হোসেন লিটন।

one pherma

আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক ,সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এসএ মতিন, বাংলাদেশ জাসদ’র জেলা সভাপতি এ্যাডভোকেট হিমায়েত উল্লাহ হিরু,ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম, এ্যাডভোকেট রওশনআরা কবির লিলি, এ্যাডভোকেট আব্দুল মুকিত লাবলু, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, এ্যাডভোকেট রবিন কুমার বিশ্বাস প্রমূখ।

বক্তারা বলেন জেলার সর্বোচ্চ কর্মকর্তা সহ প্রায় ৩’শ পুলিশের উপস্থিতিতে একজন নিরাপরাধ শিক্ষককে কেন জুতার মালা পরানো হলো ? শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পুলিশ সুপার,জেলা প্রশাসক কে দায়ী করে বিচার বিভাগীয় তদন্তের দাবী তোলেন। কলেজের আভ্যন্তরীন রাজনীতির কারনে শিক্ষককে জুতার মালা পরানো কে জাতির প্রত্যেকেকে জুতার মালা পরানো উল্লেখ করে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটিকে দোষী সাব্যস্ত করে কমিটি বাতিলের দাবি জানান।

ইবাংলা/জেএন/৬ জুলাই,২০২২

Contact Us