মহাসড়ক ও আন্তঃজেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করেছেন বাইকাররা। গাজীপুর জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে বাইকারদের উদ্যোগে বুধবার দুপুরে মানববন্ধন করা হয়। গাজীপুর সর্বস্তরের বাইকার ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক বাইকার অংশগ্রহণ করেন।
এ সময় তারা বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে সরকারকে কঠোর আইন বাস্তবায়ন, বাস-ট্রাকের ফিটনেস চেক ও ড্রাইভারদের সচেতন করতে হবে। সেই সঙ্গে বিআরটিকে দুর্নীতিমুক্ত করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে যাদের বাইকের কাগজপত্র সঠিক,ড্রাইভিং লাইসেন্স সঠিক তারা সড়কে বাইক চালাতে চায়।
হাতে গোনা কয়েকজন অসাদু ব্যাক্তির জন্য আমরা এর মাশোল দিতে পারি না তাই বাইকারদের প্রতি এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমাদের আজকের এই মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর লিখিত স্বারকলিপি প্রদান করা। নিষেধাজ্ঞা কখনোই সমাধান হতে পারে না। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র বাইকার মার্ক সবুজ মিয়া,মাওনা ওয়াই আর সি’র এডমিন লিংকন,সদস্য আলমগীর হোসেন,শামীম আহম্মেদ প্রমুখ।
ইবাংলা/জেএন/৬ জুলাই,২০২২