বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার সফল পিকনিক সম্পন্ন

ইবাংলা ডেস্ক

সিডনির রোটারি পার্কে বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার (BSCA) উদ্যেগে এক মনোরম পরিবেশে পিকনিক সম্পন্ন হয়। এতে কমিউনিটির বিভিন্ন পেশার বেশ কিছু ফ্যামিলি উপস্থিত ছিলেন।

Islami Bank

শুরু থেকেই এ অনন্য সংগঠনটি বিভিন্ন সমাজকল্যাণ মূলক কর্মকান্ড করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং মানুষের কাছে একটি শ্রুদ্ধার পাত্র হয়ে দাঁড়িয়েছে। দলমত নির্বিশেষে সিডনির প্রবীণ নেতৃবৃন্দদেরকে দিয়ে তৈরী জনসেবাই এ সনংগঠনের প্রধান ও অন্যতম কাজ।

নির্ধারিত সময় সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত মেহমানদের আগমনে রোটারি পার্ক লোকারণ্য হয়ে উঠে। বাংলাদেশ ও ইউএসএ থেকেও পৃথক দুটি পরিবার অংশ গ্রহণ করেন।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফাহাদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন দেলোয়ার হোসেন খান ও মোফাজ্জাল হোসেন ভূঁইয়া। সংগঠনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন হোসেইন আরজু। পিকনিকের আহবায়ক মনজুরুল আলম (বুলু) তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান।

বিশেষ করে যারা বিভিন্ন পর্বের দায়িত্বে থেকে পুরো পিকনিককে সফল করেছেন, তাদের সবাইকে তিনি বিশেষ ধন্যবাদ জানান। ড. ফজলে রাব্বি ও তার পরিবার, রানা শরীফ, দেওয়ান ফয়সল, নূর প্রমুখ নিরলস কাজ করে গোটা পিকনিককে করেছেন সাফল্য মন্ডিত। পিকনিকে অনেক প্রবীন ও কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

one pherma

ছয় কোর্স রকমারি সুস্বাধু খাবার ছাড়াও পিকনিকে বিভিন্ন ধরনের কুইজ-খেলার আয়োজন ছিল অসাধারন। সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে সকলের অংশ গ্রহণে কুইজ হয়ে উঠে প্রাণবন্ত। কুইজের পর শুরু হয় বয়স অনুযায়ী শিশু কিশোরদের বিভিন্ন ভাগে পবিত্র কোরান প্রতিযোগিতা।

অস্ট্রেলিয়াতে জন্ম ও বেড়ে উঠা প্রচুর ছেলে মেয়েকে এতে অংশ নিতে দেখা যায় স্বতঃস্ফূর্ত ভাবে। অত্যান্ত সুন্দরভাবে এ পর্ব পরিচালনা করেন ড.ফজলে রাব্বি ও নাবিহা। তারপর ছিল মহিলাদের জন্য একটি বিশেষ খেলা,পানিতে পয়সা ছোড়া।

সর্বশেষ খেলা ছিলো ছোট ছোট ছেলে মেয়েদের জন্যে বাস্কেট বলের জালে বল নিক্ষেপ। সেখানেও প্রচুর ছেলে মেয়েদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দের কমতি ছিলনা। তারা বিভিন্ন ইভেন্টসে অংশ নিয়ে রকমারি পুরস্কার জিতে আনন্দে আত্মহারা।

ডলার এ ডে নামক একটি চ্যারেটি সংগঠন পিকনিকের পানি সরবরাহ করে। আলোচনা ও কুইজের সঞ্চালনায় ছিলেন সিনিয়র সিটিজেন এম, এ,ইউসুফ শামীম।

একটি সুন্দর ও পরিচ্ছন্ন অনুষ্ঠানের জন্যে বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার সকল নেতৃবৃন্দকে বারংবার ধন্যবাদ দিয়ে প্রস্থান করেন সম্মানিত মেহমানরা।

ইবাংলা/মাআ/৯জুলাই,২০২২

Contact Us