জাপানে হত্যার শিকার শিনজো আবের দলের বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক

আততায়ীর গুলিতে হত্যার শিকার জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও দলপ্রধান শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাপানের উচ্চ কক্ষের নির্বাচনে বড় জয় পেয়েছে। সোমবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Islami Bank

শুক্রবার (৮ জুলাই) নিজ দলের নির্বাচনী প্রচারণা চালানোর সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এক আততায়ীর গুলিতে প্রাণ হারান৷ এতে বিশ্লেষকরা বলছিলেন, নির্বাচনের দুদিন আগে দলপ্রধানের এমন মৃত্যুতে লাভ হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির। এ দলটির প্রতি মানুষ আরও বেশি সমর্থন বাড়বে। সেটাই প্রমাণিত হলো। রোববার (১০ জুলাই) জাপানে অনুষ্ঠিত উচ্চ কক্ষের সংসদ নির্বাচনে জয় লাভ করেছে আবের দল।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট ৭৬টি আসন জিতেছে। পার্লামেন্টে উচ্চকক্ষে আসনসংখ্যা ১২৫। নির্বাচনে এলডিপি আসন জিতেছে ৬৩টি। আর জোটের সহযোগী দল কোমেইতো আসন পেয়েছে ১৩টি।

one pherma

এই নির্বাচনের সবচেয়ে বেশি লাভবান হয়েছে ফুমিও কিশিদা ও তার দল এলডিপি। কারণ, এই নির্বাচনে জয়লাভ করার কারণে তাকে আগামী তিন বছর আর নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে না।

দ্য জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ফুমিওসহ দলটির নেতারা শনিবার কালো ব্যাচ ও টাই পরে গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছিলেন। এ ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ও দলপ্রধান শিনজো আবের স্মরণে নীরবতাও পালন করেন তারা।

ইবাংলা/বায়েজীদ/১২জুলাই,২০২২

Contact Us