ঢাকা-সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ইবাংলা ডেস্ক

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Islami Bank

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মুকন্দপুর রেল স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন, বিজয়নগরের মুকন্দপুর-হরষপুরের মাঝামাঝি পৌঁছালে লাইনচ্যুত হয়। এ সময় কেউ হতাহত হয়নি। তবে উদ্ধার কাজ চলছে।

one pherma

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আপাতত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে।

ইবাংলা/বায়েজীদ/১২জুলাই,২০২২

Contact Us