চার শিক্ষকের বিদায় সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচরে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চরক্লার্ক দাখিল মাদ্রাসার সুপারসহ চার জন সিনিয়র আলেম শিক্ষকের অবসরজনিত  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক দাখিল মাদ্রাসার মিলনায়তনে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Islami Bank

চট্রগাম ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদে চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

one pherma

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রসার প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ফেনী গ্রালর্স ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, চট্র মেট্রো পিবিআই পুলিশ পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মোহাম্মদ ওমর ফারক, সুবর্ণচর উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার,

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছানা উল্যাহ (বি.কম), চরক্লার্ক ইউপি’র চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার ও সাবেক চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, চরজব্বার কলেজের প্রভাষক আবু তাহের। বক্তারা বিদায়ী চার জন শিক্ষকের দীর্ঘ কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

ইবাংলা/বায়েজীদ/১৩জুলাই,২০২২

Contact Us