বান্দরবা‌নে দৃ‌ষ্টিনন্দন জা‌মে মস‌জি‌দের উ‌দ্বোধন

বান্দরবান প্রতি‌নি‌ধি

বান্দরবা‌নের রেইছা‌তে নব নি‌র্মিত দ্বিতলা দৃ‌ষ্টিনন্দন রেইছা বাজার জা‌মে মস‌জি‌দের উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। শুক্রবার সকা‌লে রেইছা বাজা‌রে পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বো‌ডের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব‌্যয়ে নি‌র্মিত এ জা‌মে মস‌জি‌দের উ‌দ্বোধন ক‌রেন পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি।

Islami Bank

আরও পড়ুন…গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

এসময় পাবত্যমন্ত্রী বলেছেন, বান্দরবান পাহাড়ী এলাকা হওয়া স‌ত্তে¡ও এখা‌নকার জনগ‌ণের জন‌্য মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা আন্ত‌রিকতা র‌য়ে‌ছে। একার‌ণে এখা‌নে শুধু মাত্র রাস্তাঘাটই নয়, এখানকার ধর্মপ্রাণ মানু‌ষের জন‌্য মস‌জিদ , ম‌ন্দির, ক‌্যয়ং ও গীর্জাও নির্মাণ করা হ‌চ্ছে। এ সময় তি‌নি আগামী‌তেও বান্দরবা‌নের মানু‌ষের জন‌্য উন্নয়ণ মূলক কর্মকান্ড চা‌লি‌য়ে যা‌বেন ব‌লে জানান।

one pherma

এসময় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার না‌জিম উ‌দ্দিম, জেলা প্রশাস‌কের সহকারী কমিশনার রা‌জিব কুমার বিশ্বাস,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউ‌নি‌টের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়া‌ছির আরাফাত, ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংচা হ্লাসহ বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

ইবাংলা/জেএন /১৫জুলাই,২০২২

Contact Us