এম ২৭০ অত্যাধুনিক রকেট-লঞ্চার কিয়েভে

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে অত্যাধুনিক রকেট লঞ্চার সিস্টেমের প্রথম ধাপের সরবরাহ পেয়েছে বলে দাবি কিয়েভের। পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার আর্টিলারি ক্রমবর্ধমানভাবে কিয়েভের অস্ত্রাগারে মজুদ হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রের গতি পরিবর্তন করছে।

আরও পড়ুন…শপথ নিয়ে জাতির উদ্দেশে ভাষন দিলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

শুক্রবার (১৫ জুলােই) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘এমএলআরএস এম ২৭০ রকেট লঞ্চার সিস্টেমের প্রথম চালান কিয়েভ পেয়েছে।’ তবে কোন দেশ পাঠিয়েছে তা উল্লেখ করেননি।

সম্প্রতি যুদ্ধে মোতায়েন করা মার্কিন নির্ভুল রকেট সিস্টেমের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে হিমার্স রকেটের জন্য তারা এখন সৈন্যদের একটি ভালো কোম্পানি গড়ে তুলতে পারবে।

ইবাংলা/জেএন /১৬জুলাই,২০২২

Contact Us