মহানবীকে গালি দিয়ে পোস্ট দেয়া আকাশ সাহা গ্রেফতার

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় যুবক আকাশ সাহা (১৮) এর ধর্মীয় উস্কানিমূলক ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রোববার (১৭ জুলাই) ভোরে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোষ্ট দেয়া আকাশ সাহা (২০) কে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) ঘটনাস্থলে যান নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মোর্ত্তজ স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু , আওয়ামী লীগ নেতা ফয়জুল হক রোম, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান বেরাহান প্রমুখ। তারা সেখানে গিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে এলাকার পরিবেশ শান্ত করেন।

আরও পড়ুন…বাইক নেই তবুও দুর্ঘটনা, নিহত ৩২৪ আহত ১৬১২

জানা গেছে উত্তেজিত জনতা আকাশ সাহার বাবা অশোক সাহার দিঘলিয়া বাজারের মুদি দোকান ভাংচুর করেছে। শুক্রবার (১৫ জুলাই) বিকেল থেকে আকাশদের বাড়ি ঘিরে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদনে গ্যাস নিক্ষেপ করে।

সন্ধ্যায় বাড়ির ভেতর থেকে আকাশের বাবা আশোক সাহাকে হেফাজতে নেয় পুলিশ। তবে আকাশকে খুঁজে পায়নি পুলিশ। সন্ধ্যায় সাহাপাড়ার মন্দিরে আসবাব ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে পরিস্থিতি শান্ত হয়। আকাশ সাহার প্রোফাইল থেকে জানা গেছে সে খুলনা আযম খান কমার্স কলেজের ছাত্র।

স্থানীয়রা জানান, আকাশ তার ফেসবুক আইডি থেকে হযরত মোহাম্মদ (সা.)-কে গালি দিয়ে একটি পোস্ট করেছে। ওই পোস্ট দেখার পরে স্থানীয় কুমড়ী গ্রামের লোকেরা উত্তেজিত হয়ে পড়েন। শুক্রবার জুমার নামাজের পরে স্থানীয়রা আকাশের বাবা অশোক সাহার মুদি দোকানে গিয়ে তার খোঁজ করেন।

তাকে না পেয়ে দোকানে ভাংচুর চালান তারা। বিক্ষুব্ধ জনতা ৭টি দোকান ও ৮টি বাড়ি ভাংচুর চালায়। একটি ঘরে আগুন দেয়। এ সময় বাজারের অন্যান্য দোকানদাররা ভয়ে দোকান বন্ধ করে দেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদনে গ্যাস নিক্ষেপ করে,সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন…চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী ও লোহাগড়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল ও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী বলেন, আকাশ সাহা বলেছেন, ফেসবুকের ওই পোস্টটি সে করেনি।

আকাশ শাহার আইডিটি গতকাল চালু করা হয়েছে। এ বিষয়ে প্রশাসন পরীক্ষা-নিরীক্ষা করে আইনগত পদক্ষেপ নেবে। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি পরিবেশ স্বাভাকি আছে।

ইবাংলা/টিএইচকে/১৭জুলাই,২০২২

Contact Us