নোয়াখালীতে পাখি বিক্রেতাকে অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল অবৈধ ভাবে পাখি বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আবুল কাশেম (৪৫) সোনাইমুড়ী উপজেলার কালুয়াই গ্রামের মো.খলিলের ছেলে।

Islami Bank

বুধবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে উপজেলার চাটখিল বাজারে অবৈধ ভাবে ডাক পাখি ও বকপাখি বিক্রির দায়ে বিক্রেতা আবুল কাশেমকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।

one pherma

একই সঙ্গে একটি পাখিকে অবমুক্ত এবং অন্যটি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য প্রানী সম্পদ অফিসে পাঠানো হয়েছে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার পুলিশ।

ইবাংলা/জেএন /২০ জুলাই,২০২২

Contact Us