সর্বচ্চ দর দিয়েও পুকুর লিজ না পাওয়ায় ইউএনও এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

দিনাজপুর, প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে সর্বচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়েও, পুকুর লিজ না পাওয়ার উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব সহকারী কমিশনার ভূমিকে বিবাদি করে আদালতে মামলা দায়ের করেছেন এরশাদ হোসেন নামে এক কৃষক।

Islami Bank

মামলা দায়েরকারী কৃষক এরশাদ হোসেন, উপজেলার আখিঘোটনা বাজনাপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। তিনি গত ২৮ জুন ২০২২ তারিখে দিনাজপুর সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করেন, যার মামলা নং ৭৪/২০২২ অন্য।

কৃষক এরশাদ হোসেন অভিযোগ করে বলেন উপজেলার পুখুরী মৌজার ২৬/৯৮-৯৯ নং ভিপি কেসের ১/১ খতিয়ানে ১১৪০ নং দাগে তিন একর ৬৫ শতক একটি পুকুর, তিনি সরকারী নিয়মানুসারে লিজ নিয়ে মাছ চাষাবাদ করে আসচ্ছেন।

এরই ধারাবাহিকতায় গত ১৮মে২০২২ তারিখে জলমহল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার ভূমি, পুনরায় পুকুরটি তিন বছরের জন্য লিজ দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলে, বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ মে ২০২২ তারিখে তিনি আবারো পুকুরটি লিজের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যলয়ে ডাককারী হিসেবে অংশগ্রহন করেন।

আরও পড়ুন…ফুলবাড়ীতে প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার দিল

one pherma

সেখানে তার সাথে ডাকে অংশ নেয়া সবুজ ও মাজহারুল পুকুরটির এক লাখ ৮০ হাজার ৫০০টাকা দর দেয়ার ডাক দেয়, অপর ডাককারী জোতিষ দুই লাখ ১০ হাজার টাকা দরে ডাক দেয়, এসময় তিনি (এরশাদ) দুই লাখ ১১ হাজার টাকা দর দিয়ে ডাক দেয়ায়, তিনি সর্বচ্চ ডাককারী হিসেবে নির্বাচিত হন।

এরশাদ হোসেন অভিযোগ করে বলেন, তিনি সর্বচ্চ ডাককারী হিসেবে নির্বাচিত হলেও, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অদৃশ্য কারনে তার নিকট সরকারী ডাকের টাকা গ্রহন না করে গড়িমশি শুরু করে, এক পর্য্যায়ে তার থেকে কম দরদাতা জোতিষকে দুই লাখ ১০ হাজার টাকায় পুকুরটি লিজ দেয়ার ষড়যন্ত্র করছে, এই কারনে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে বিবাদি করে সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন।

এরশাদ হোসেন বলেন একটি প্রভাবশালী মহলের ইশারায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি তাকে তার পুকুর থেকে বেদখল করার চেষ্ঠা করছেন, তিনি দাবী করে বলেন বর্তমানে ওই পুকুরে তার দুই লাখ টাকার বেশি মূল্যের মাছ রয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন পুকুর লিজ নিয়ে ব্যাক্তিগত কোন স্বার্থ বা ইস্যু নেই, তিনি বলেন আদালতে মামলা দায়ের হওয়ায় পুকুরের লিজ সংক্রান্ত কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে, আদালতের আয়ের উপর ভিত্তিকরে পরবর্তি কাজ করা হবে বলে তিনি জানান।

ইবাংলা/জেএন /২০ জুলাই,২০২২

Contact Us