ডিএসবি নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

খুলনা ডিএসবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নানা বাড়ি থেকে পুলিশ কর্মকর্তা লাবণীর মরদেহটি উদ্ধার করা হয়।

Islami Bank

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ জুলাই) রাত ১টার দিকে ওই গ্রামে নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন…প্রেমে সাড়া না পাওয়ায় নিজের গলায় ছুরি চালালো কিশোর

নিহত ব্যক্তি মাগুরার শ্রীপুর উপজেলার কাদের পাড়া ইউনিয়নের পরালিদহ গ্রামের শফিকুল আজমের মেয়ে লাবনী আক্তার। তিনি ৩০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি খুলনা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

one pherma

লাবনী আক্তারের বাবা শফিকুল আজম জানান, এক সপ্তাহের ছুটিতে লাবনী গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে সে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়িতে বেড়ানোর জন্য অবস্থান করছিলো। বুধবার গভীর রাতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে ডাকাডাকির পরও দরজা না খোলায়, দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, বুধবার রাতে ১টার দিকে নানার বাড়ি থেকে ওড়না প্যাঁচানো অবস্থায় লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর হয়েছে। তবে এ ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ইবাংলা/জেএন/২১জুলাই,২০২২

Contact Us