অবৈধ অটোরিকশা ও ইজিবাইক বন্ধে মানববন্ধন মুক্তিযুদ্ধ মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পল্লবীতে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা ও ইজিবাইক বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর।

Islami Bank

শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় মিরপুর সেকশন সাড়ে এগারো পুরবী সিনেমা হল সংলগ্ন কালশী রোডের পশ্চিম মাথায় মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকশ নেতাকর্মী মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে এই দাবি জানান। উচ্চ আদালতসহ দীর্ঘদিন ধরে এই রিকশা বন্ধের কথা বলা হলেও তা আলোর মূখ দেখেনি ।

one pherma

আর পড়ুন…বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে

এসময় মানববন্ধনে বক্তারা দেশের বিদ্যুৎ খাত ধ্বংসকারী অবৈধ অটোরিকশা ও ইজিবাইক বন্ধসহ টোকেন বাণিজ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিলন ঢালী, সেক্রেটারি মাকসুদ হাওলাদার। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ র্প্রমূখ ব্যক্তিরা এতে অংশ নিয়ে প্রতিবাদ করে।

ইবাংলা/জেএন/২৪ জুলাই,২০২২

Contact Us