শ্রীমঙ্গলে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাতার প্রবাসী গৃহবধূ আকলিমা আক্তার হত্যার অভিযোগে তার স্বামী পারভেজ মিয়াকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শনিবার (২৩ জুলাই) দিবাগত রাতে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। আটক পারভেজ মিয়া চাঁদপুর জেলার কচুয়ার চক্রা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

Islami Bank

আরও পড়ুন…মৌলভীবাজারে পূবালী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়ী সম্মেলন

এর আগে গত (১৭ জুলাই) রাতে উপজেলার ভুনবীর ইউনিয়নে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী পারভেজ মিয়া পলাতক রয়েছিল। মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে গৃহবধূর পরিবার।নিহত গৃহবধূ আকলিমা আক্তার (২৬) শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাধবপাশা রেলওয়ে কলোনির আবুল কাশেম এর মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম বলেন, এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করে নিহত গৃহবধূর পরিবার। এরই ধারাবাহিকতায় চাদঁপর জেলার কচুয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে হত্যা মামলার অভিযোগে অভিযুক্ত পারভেজ মিয়াকে গ্রেফতার করা হয়।

one pherma

আরও পড়ুন…কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির বলেন, আমাদের পুলিশের একটা টিম কুমিল্লা, চাঁদপুর গেছিল। সেখানে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্ত হত্যার পর থেকে পলাতক রয়েছিল। এবং বিজ্ঞ আদালতে অভিযুক্ত পারভেজ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে যে, গত ১৭ জুলাই রাতে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।

ইবাংলা/জেএন/২৪ জুলাই,২০২২

Contact Us