চাটখিলে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো.আবুল কালাম আজাদ (৩৮) লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর চরমাটিন গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে।

Islami Bank

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল সোমবার সন্ধ্যা ৭টার উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের রুহুল আমিনের পোলরে গোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন…ভারতীয় নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আবদুল হামিদের অভিনন্দন

one pherma

চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো,হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

 

ইবাংলা/বায়েজীদ/২৬ জুলাই,২০২২

Contact Us