টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, কাতুলী, ছিলিমপুর ও মাহমুদনগর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। সবকটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।
বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেলে ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।এদিকে নির্বাচন সুষ্ঠু রাখতে চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন…মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী যুবকের মৃত্যু
আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, দুই প্লাটুন বিজিবি, র্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন…মুঠোফোনে স্বামীর সঙ্গে বাকবিতন্ডা,অভিমানে গৃহবধূর আত্মহত্যা
নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। ভোট কেন্দ্র ৩৯টি। জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি রয়েছে।
ইবাংলা/জেএন/২৭ জুলাই,২০২২