কারখানার বিরুদ্ধে ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে জোরপূর্বক এক ব্যবসায়ীর জমি দখলে নিতে পাঁয়তারা চালাচ্ছে ইয়াসমিন স্পিনিং মিলস নামক কারখানা।

Islami Bank

গত মঙ্গলবার (২৬ জুলাই) ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে বাঁধা দেয়ার পর নির্মাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী ওই এলাকার মৃত হাজী আমির উদ্দিন বেপারীর ছেলে শাহ আলম টুটুল বাদী হয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোসাম্মৎ নূর-ই-ইয়াসমিন (ফাতেমা) কে অভিযুক্ত করে গত (০৬ জুন) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন…বিজনেজ অ্যাওয়ার্ডের নামে শাহজাহান ভূঁইয়া রাজুর প্রতারণা

শাহ আলম টুটুল জানান, আমার ও আমার দুই সহোদর ভাইয়ের পৈতৃক সূত্রে পাওয়া এবং ক্রয়কৃত ৫৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় জবর দখলের চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে গাজীপুর জেলা আদালত থেকে গত (০৬ এপ্রিল ২০২২ ইং) ১৪৫ ধারা জারি করা হয়েছে।

কিন্তু সম্প্রতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। উক্ত ৫৪ শতাংশ জমি থেকে দুইটি প্রাইভেট ব্যাংক থেকে ৩৬ শতাংশ জমির ওপর পৃথক ভাবে লোন রয়েছে।

আরও পড়ুন…সর্বশেষ করোনায় আক্রান্ত ৩১

one pherma

যাহার তফসিল কেওয়া মৌজার সিএস খতিয়ান-১৬০,এসএ-৮৫৩, সিএস ও এসএ ‌‌দাগ-৯০৯, আরএস খতিয়ান নং-৮৬০, আরএস দাগ-২৬১৭ মোট জমি ২একর ৪৭ শতাংশ।

উক্ত জমির মধ্যে অভিযোগের বাদী টুটুলের জমি ১৮ শতাংশ। তিনি এ ব্যাপারে আইনি সহযোগিতা ও পুলিশ প্রশাসনসহ সাংবাদিক মহলের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে সিকিউরিটি ইনচার্জ মিজান প্রশাসনিক কর্মকর্তা নাছিমের সাথে যোগাযোগ করতে বলেন।

আরও পড়ুন…সর্বশেষ করোনায় আক্রান্ত ৩১

এবং নাছিমের নির্দেশেই সিকিউরিটি গার্ড ও লোকজন জমিতে খুঁটি স্থাপন করতে গিয়েছিলেন বলে জানান। তবে নাছিমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ‌‌

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভুঁইয়া জানান, এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আদালতের নিষেধাজ্ঞা জারি করা আছে‌। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‌

ইবাংলা/জেএন/২৭ জুলাই,২০২২

Contact Us