সহকারী প্রক্টরকে নিয়ে আনীত অভিযোগের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: কাজী নূর হোসেন মুকুলের বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে কর্মকর্তাকে মারধর ও হুমকির বিষয়ে অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

Islami Bank

একইসাথে সম্মানিত শিক্ষককে অপমান করায় সেই কর্মকর্তার শাস্তি চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…নোয়াখালীতে জামায়াত সমর্থিত ইউপি সদস্য গ্রেফতার

মানববন্ধনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, মুকুল স্যারের উপর যে অভিযোগ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। আমাদের শিক্ষকের সম্মানহানি করার জন্য অনতিবিলম্বে যদি স্যারের কাছে ক্ষমা প্রার্থনা না করা হয় তাহলে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

এর আগে, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: কাজী নূর হোসেন মুকুলের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম। মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ভুক্তভোগী সহকারী প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও কর্মকর্তা সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদক লিখিত এই অভিযোগ জানান।

অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ জুলাই আনুমানিক সকাল সাড়ে ১১টায় সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান মনোবিজ্ঞান বিভাগে লাইট এবং ফ্যান, সংশ্লিষ্ট বিভাগকে বুঝিয়ে দিতে যান। বিভাগের চেয়ারম্যানের সাথে কথা বলে বেরিয়ে আসার সময় উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. কাজী নূর হোসেন বলেন,

one pherma

‘আমার রুমের কাজ হয়নি কেন?’ প্রতি উত্তরে আনিছুর রহমান বলেন, কি কাজ সেটা আমি জানি না। এক পর্যায়ে কিছু কথা-কাটাকাটি হলে তা অতিরঞ্জিত করে উপাচার্য বরাবর অভিযোগ দেন সহকারী প্রকৌশলী।

আরও পড়ুন…মায়ের সামনে বিষপানে অটোচালকের আত্মহত্যা

সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মোঃ কাজী নূর হোসেন বলেন উক্ত ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুষ্ঠু সমাধান করে দিয়েছেন আমি এতে সন্তুষ্টি প্রকাশ করছি। উক্ত ঘটনার বিষয়ে অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম বলেন।

আমি অভিযোগ করেছিলাম সেটার সুষ্ঠু সমাধান করে দিয়েছে কর্তৃপক্ষ, আমি এতে সন্তুষ্ট। মানববন্ধনের ব্যাপারে তিনি অবগত নন বলেও জানান।

ইবাংলা/জেএন/২৭ জুলাই,২০২২

Contact Us