পাবিপ্রবি’তে সমাজকর্ম বিভাগের সেমিনার অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধিঃ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে “Challenges and opportunities of social work education in Bangladesh” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

বুধবার দুপুর ১২ঃ০০ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বিল্ডিংয়ের ৩য় তলায়, উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারটির সঞ্চালনায় ছিলেন, সমাজকর্ম বিভাগের শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস।

আরও পড়ুন…নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে : সাংসদ একরাম

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ; প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা

one pherma

ইনস্টিটিউটের অধ্যাপক ড. নুরুল ইসলাম; এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিস,পাবনা এর উপ পরিচালক মোঃ রাশেদুল কবির।

আরও পড়ুন…ঢাকায় ৯টি কেন্দ্রে হবে গুচ্ছের পরীক্ষা

সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোঃ আওয়াল কবির জয়; লেকচারার মোছাঃ ফাতেমা বেগম; লেকচারার সুব্রত কুমার বিশ্বাস প্রমুখ শিক্ষকবৃন্দ৷

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, সমাজসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

ইবাংলা/জেএন/২৮ জুলাই,২০২২

Contact Us