বর্তমান সময়ে ট্রল নয়, খেলায় মনোযোগ মিঠুনের

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেটে বর্তমান সময়ে যদি কোনো খেলোয়াড়কে নিয়ে মজা করা হয় তিনি মোহাম্মদ মিঠুন ছাড়া আর কেউ নন। দেশের ক্রিকেটের সমর্থকেরা তাকে নিয়ে কেন এত মজা করেন সেটার কারণ নিঃসন্দেহে তার বাজে পারফর্ম। কিন্তু দলের সবাই তো আর সব দিন ভালো খেলেন না। তাদের নিয়েও ট্রল বা মজা হয় কিন্তু মিঠুন যেন সবার ঊর্ধ্বে!

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন মিঠুন। সেখানে চার দিনের দুটি ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

আরও পড়ুন…দালালের খপ্পরে পড়ে সোনার হরিণ ধরতে ভিটে-মাটি বিক্রি করবেন না

জাতীয় দলের পরের দলটারই নেতৃত্ব দিচ্ছেন মিঠুন। যা নিঃসন্দেহে তার জন্য গর্বের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনেও সেটা স্বীকার করেছেন তিনি।

মিঠুন বলেন, আমরা বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। এটা বাংলাদেশেরই দ্বিতীয় সেরা দল। আশা করি আমরা সেখানে ভালো করতে পারব।

মিঠুন বাংলাদেশের দ্বিতীয় সেরা দলটাকে নেতৃত্ব দেবেন তবে তাকে নিয়ে অনবরত ট্রল আর মজা নিতে থাকেন সমর্থকেরা। কেন এমনটা হয় তাকে নিয়ে। এমন প্রশ্ন করাতে মিঠুন বলেন, এসব নিয়ে তিনি ভাবেন না।

‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর সামর্থ্য না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মতো মানসিক দৃঢ়তা থাকতে হবে।

এ জন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি। এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কীভাবে সর্বোচ্চটা দিতে পারি সেটিতেই আমার পূর্ণ মনোযোগ। আর কোনদিকে কী হচ্ছে তা আমার ভাববার ব্যাপার না, ভাবিও না।

আরও পড়ুন…নড়াইলে ইভিএম-এ উপ-নির্বাচন

সম্প্রতি বাংলাদেশ জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফর করে। সেখানে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হারলেও ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে। যেহেতু ‘এ’ দলের এই সফরে দুটি চার দিনের ম্যাচ আছে তাই মিঠুনের কাছে গুরুত্ব পাচ্ছে লাল বলের ফরম্যাটটা।

‘লাল বলের চ্যালেঞ্জটা সবসময়ই থাকে। কারণ, আমাদের ঘরোয়া পর্যায়ে তেমন চ্যালেঞ্জ সামলাতে হয় না। আন্তর্জাতিক পর্যায়ের দলে গেলে যেটা সামলাতে হয়।’

সূচি অনুযায়ী আগামী ৪ আগস্ট থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শুরু হবে সফরের প্রথম চার দিনের ম্যাচটি। এরপর দ্বিতীয় চার দিনের ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে ১০ আগস্ট থেকে হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ১৬, ১৮ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে সেন্টলুসিয়াতেই।

ইবাংলা/জেএন/২৮ জুলাই,২০২২

Contact Us