বিশ্বে করোনায় মৃত্যু ১৭৯১ জন ,আক্রান্ত বেড়েছে

ডেস্ক রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২১ হাজার ৫১৩ জন; যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩৮ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯১ জনের।

Islami Bank

শুক্রবার (২৯ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন…রপ্তানীযোগ্য নতুন বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর আহ্বান

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৫২০ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ১৩ হাজার ৮৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫৯ জনের এবং শনাক্ত হয়েছে ৯২ হাজার ২৬৩ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪৫ হাজার ৩০৭ জন এবং মৃত ২৭৬ জন। ইতালিতে আক্রান্ত ৬০ হাজার ৩৮১ জন এবং মৃত্যু ১৯৯ জনের।

one pherma

গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৩ হাজার ৯৭১ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। জাপানে মৃত ১২২ জন এবং আক্রান্ত ২ লাখ ৭ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ১২৫ জন এবং আক্রান্ত ৪৬ হাজার ৫৫৮ জন।

আরও পড়ুন…হাওয়া’র টিকিট না পেয়ে ধর্মঘটের হুঁশিয়ারি

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫১৫ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯০২ জন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ইবাংলা/জেএন/২৯ জুলাই,২০২২

Contact Us