চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের নিহত ১১ জনের মধ্যে ৫ জনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় হাটহাজারীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন অংশ নেন।দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে সকালে ৫ জনের জানাজা হয়। তারা হলের- মোস্তফা নিরু।
সামিরুল ইসলাম হাছান, রিদোয়ান ও সজীবের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে আসা সবাই ছিল শোকে বিহ্বল। আত্মীয়স্বজন-প্রতিবেশীদের চোখে-মুখে শোকের ছায়া।
আরও পড়ুন...ব্যারিস্টার হলেন সাংসদ একরামুলের কন্যা জেরিন
বোয়ালখালী থেকে জানাজায় অংশ নিতে আসা রাসেল বলেন, দুর্ঘটনায় একই এলাকার ১১ জন মারা গেছে। আমরা সবাই শোকাহত। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।
খন্দকিয়া গ্রামের বাসিন্দা মুরাদ বলেন, একসঙ্গে এতো মৃত্যু আমাদের এলাকায় আর কখনো হয়নি। একসঙ্গে পাঁচ জনের জানাজাও আমি কখনো পড়িনি। ছেলেগুলো খুব মেধাবী ছিল।
জানাজায় ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অছিয়র রহমান আলকাদেরী। এতে চট্টগ্রামের হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। এর আগে শুক্রবার রাতের বিভিন্ন সময়ে অন্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন…ব্যারিস্টার হলেন সাংসদ একরামুলের কন্যা জেরিন
জানাজায় উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এখানে যারা মারা গেছে তাদের প্রায় সবাই শিক্ষার্থী। তারা অনেক মেধাবী ছিল। যারা আমাদের ছেড়ে চলে গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ করছি।
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থান তাদের সমাহিত করা হয় বলেও জানিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার রাতে দুই জনের জানাজা অনুষ্ঠিত হয়ে। এছাড়া নিহতদের মধ্যে শান্ত শীল নামে একজনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ইবাংলা/জেএন/৩০ জুলাই,২০২২