অটোরিকশার তিন যাত্রী ট্রাকের ধাক্কায় নিহত

জেলা প্রতিনিধি

গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…মূল্যস্ফীতি বৈশ্বিক কারণে সৃষ্টি হয়েছে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

নিহতরা হলেন-ফরিদগঞ্জ উপজেলার রিপন গাজী (৩৫), মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪৫)। তাদের মধ্যে আহত রিকশার চালক খোরশেদ শেখ (৬৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

one pherma

চাঁদপুর মডেল থানার পুলিশ বলছেন, তিন যাত্রী একটি রিকশা করে চাঁদপুরের দিকে আসার সময় বিপরীত পাশ থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশার তিন যাত্রীই প্রাণ হারায়। তবে রিকশাচালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ উপজেলা থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

ইবাংলা/জেএন/৩০ জুলাই,২০২২

Contact Us