বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারের প্রতিটি মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো যথাসময়ে সফলভাবে সমাপ্ত করার জন্য সরকারের একটা তাগিদ সব সময় রয়েছে।
নিয়মিত মাসিক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বৈশ্বিক সংকট কাটিয়ে উঠতে দেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
আরও পড়ুন…নড়াইলে পিটিয়ে কৃষক হত্যা
মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কর্মপরিল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারে উন্নয়ন কর্মসূচির শতভাগ বাস্তবায়ন করতে বছরের শুরু থেকেই কাজ করতে হবে। কাজের সফলতার জন্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।
রোববার (৩১জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র জুন ২০২২ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ভার্চুয়ালী আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন…নিষিদ্ধ ঘোষিত পলিথিনে সয়লাব শ্রীমঙ্গলের হাটবাজার নীরব প্রশাসন
মন্ত্রী বলেন, সুন্দরবন সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বছরের শুরু থেকেই পুরো বছরের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
সকল ক্ষেত্রেই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য কাজ করতে হবে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন পূর্বক দেশের বায়ুদূষণ, শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ মিজানুল হক চৌধুরী।
আরও পড়ুন…২৬ কোটি টাকার ক্রিস্টাল আইস ও ইয়াবা জব্দ করেছে বিজিবি
অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ।
বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরীসহ দফতর প্রধানগণ ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা আলোচনায় অংশ নেন।
আরও পড়ুন…বেগমগঞ্জে ফেনসিডিল-মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সভায় সকলে চলমান প্রকল্পগুলো যথাসময়ে যথানিয়মে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন। একইসাথে চলমান ও সমাপ্ত প্রকল্পগুলো রক্ষণাবেক্ষণ এবং জনগণ যাতে প্রকল্প গুলো থেকে সুবিধা নিতে পারে সেই নিশ্চয়তার পাশাপাশি আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
ইবাংলা/জেএন/৩১ জুলাই,২০২২