বাংলাদেশে রাশিয়ান জাহাজ !

ইবাংলা নিউজ ডেস্ক

যুদ্ধ শুরু হবার পর  এই প্রথমবারের  মতো পণ্যবাহী একটি রাশিয়ান জাহাজ মোংলা সমুদ্র বন্দরে এসে পৌছেঁছে। ১ আগষ্ট সোমবার বিকেল ৪ টায় মোংলা বন্দরের ৬ নম্বর জেটিতে ভীড়েছে রাশিয়ান পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ জাহাজটি।

Islami Bank

আরও পড়ুন…ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের ১ বিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা

এই প্রথম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ান কোন জাহাজ বাংলাদেশে আসল।গত ২৮ জুন রাশিয়ার তামারুক বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটিতে রয়েছেন ১৩ জন নাবিক।জাহাজে মোট ৩ হাজার ৩২৮ দশমিক ২৩৭  টন মেশিনারিজ রয়েছে রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের ।এইচ এম দুলাল যিনি শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান নুরু অ্যান্ড সন্সের মালিক তিনি বলেন, আশা করি সন্ধ্যা থেকে পণ্য খালাস শুরু করা হবে । তারপর যতদ্রুত সম্ভব রংপুরে পাঠানো হবে।

আরও পড়ুন…ইউরিয়া সার কেজিতে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে

one pherma

বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা ইবাংলা কে বলেন, বাংলাদেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ এবং অত্যাধুনিক সব যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়।যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও এখন থেকে নিয়মিতভাবেই রাশিয়ান জাহাজে পণ্য বাংলাদেশে আসবে বলে আশা করেন তিনি।

আরও পড়ুন…গৃহবধূকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, টাকা আদায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ৭০০ টন মেশিনারিজ পণ্য নিয়ে রাশিয়ান জাহাজ ‘এমভি পেসকোয়ালিস’  ২০২১ সালের ১৭ অক্টোবর  মোংলা বন্দরে ভিড়েছিল। রাশিয়া-ইউক্রেন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। যা এখনও চলমান ।

 

ইবাংলা/অআর/২ আগষ্ট

Contact Us