আবরার হত্যা মামলা: রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শুরু

ডেস্ক প্রতিবেদন :

বুয়েট শিক্ষার্থীর আবরার ফাহাদ হত্যা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি আজ। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

Islami Bank

অভিযোগ গঠনে ত্রুটি থাকায় গত ৮ই সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করেন আদালত। সেই সঙ্গে পুনরায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ই সেপ্টেম্বর দিন ঠিক করেন।

অভিযোগপত্রের ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে আরো ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারের বাইরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনসহ মোট ২২ আসামি কারাগারে রয়েছে। আর পলাতক রয়েছে ৩ জন।

one pherma

উল্লেখ্য , ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ৭ই অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

ইবাংলা/টিপি/ ১৪ সেপ্টেম্বর

Contact Us