বাসায় মাদক রাখায় জাকার্তা থেকে কূটনীতিককে প্রত্যাহার

ইবাংলা ডেস্ক:

ইন্দোনেশিয়া সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গতমাসে হঠাৎ জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় অভিযান চালায় এবং সেখানে অবৈধভাবে মাদক রাখার বিষয়টি নিশ্চিত করে।

Islami Bank

বাসায় মাদক রাখার অভিযোগে ফেরত আনা এই কূটনীতিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলিকে ফিরিয়ে এনেছে সরকার।

আরও পড়ুন…এক সঙ্গে ১ লাখ ৩০ হাজার মানুষ বুস্টার ডোজ পেল

পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা কাজী আনারকলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মন্ত্রণালয়। তবে এ জন্য তার বিরুদ্ধে জাকার্তা থেকে চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

জানা গেছে, দক্ষিণ জাকার্তায় আনারকলির বাসায় গত মাসের প্রথম সপ্তাহে হঠাৎ অভিযান চালায় ইন্দোনেশিয়া সরকারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাসা থেকে মাদক উদ্ধার করা হয়।

one pherma

ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিক আনারকলি দায়মুক্তির আওতাধীন ছিলেন। তাই তাকে গ্রেফতার না করে দূতাবাসের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক তাকে দেশে ফেরার আদেশ জারি করা হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক বিভাগে এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, আমরা প্রাথমিকভাবে বিষয়টি জানার পরে তাকে ফেরত নিয়ে এসেছি এবং চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি।

আরও পড়ুন…নিহত হয়েছেন জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা !

উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কর্মরত থাকা অবস্থায় ভিন্ন একটি ঘটনার কারণে তাকে তড়িঘড়ি করে জাকার্তায় বদলি করা হয়। মাদকদ্রব্য রাখার অভিযোগে এই কূটনৈতিকের বিরুদ্ধে ঠিক কোন ধরনের শাস্তি অপেক্ষা করছে সেটি নির্ভর করছে জাকার্তার চূড়ান্ত প্রতিবেদনের ওপর।

ইবাংলা/টিএইচকে/২ আগস্ট,২০২২

Contact Us