২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৩১ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ আসে এ ইউনিটের প্রশ্ন বোর্ড কর্তৃক দেওয়া সিলেবাসের বাইরে থেকে এসেছে।
গুচ্ছ পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেও জানা যায় সিলেবাসের বাইরে থেকে এ ইউনিটের প্রশ্ন করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষা কমিটির দাবি এ ইউনিটের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হয়েছে।
আরও পড়ুন লেগুনা ও রিকশাস্ট্যান্ড উচ্ছেদে উপাচার্য বরাবর চিঠি
গুচ্ছ ভর্তি পরীক্ষা এ ইউনিটে অংশ নেওয়া শরীয়তপুর থেকে আগত গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী তানজির হোসেন হৃদয় জানিয়েছিলেন আমি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম এ ইউনিটের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে হওয়ায় কিছুটা খারাপ হয়েছে পদার্থবিজ্ঞান যথেষ্ট কঠিন প্রশ্ন হয়েছে।
পরবর্তী গুচ্ছ পরীক্ষা কোন সিলেবাসের ভিত্তিতে হবে এ নিয়ে ধোয়াশার ভিতর আছে বি ও সি ইউনিটের পরীক্ষার্থীরা।
অবশিষ্ট গুচ্ছ পরীক্ষা কোন সিলেবাসে হবে এ বিষয়ে ২রা আগষ্ট (মঙ্গলবার) গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো: ইমদাদুল হক জানান, যারা প্রশ্ন প্রনয়ন করেন তাদেরকে বোর্ড প্রদত্ত সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সেই আলোকে সংক্ষিপ্ত সিলেবাসেই বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে ধোয়াশার কিছু নেই।
উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিট এবং ২০ আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবাংলা/টিএইচকে/২ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.