সুকৌশলে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ !

ইবাংলা ডেস্ক

দাদশী ইউনিয়ন,যা রাজবাড়ী সদর উপজেলার বক্তারপুর গ্রামে সেখানে গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল এর মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীকে সুকৌশলে ধর্ষণ ও টাকা আদায়ের খবর পাওয়া গেছে।গত রবিবার মামলা দায়ের করেছেন ওই প্রবাসীর স্ত্রী রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।

Islami Bank

আরও পড়ুন…ছেলে পরিচয় দেয়ার পরেই ব্রাশফায়ার করা হয় শেখ কামালকে!

এই মামলায় বক্তারপুর গ্রামের সবুজ পাঠান (২৯) যিনি ছবেদ পাঠানের ছেলে তাকে আসামি করা হয়েছে।
ঐই ভুক্তভোগী নারী জানান, “তার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সবুজ এবং তারা দু’জনে একই রুমে থাকতেন সৌদি আরবে”।ঐ নারী মোবাইলে নিজেদের গোপন ছবি আদান-প্রদান করতেন তার স্বামীর সঙ্গে । তার স্বামীর মোবাইল থেকে সবুজ কৌঁশলে তার গোপন ছবিগুলো নিয়ে নিয়েছিল নিজের মোবাইলে ।তারপর সবুজ দেশে আসে এবং ঐ নারীকে ব্ল্যাকমেইল করে সেইসব গোপন ছবি দেখিয়ে । তারপর সবুজ প্রস্তাব দেন অনৈতিক সম্পর্ক স্থাপনের এবং টাকা আদায় করেন ঐ নারীর কাছ থেকে।

আরও পড়ুন…বিদ্যুৎ অপচয়ের মহোৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন

one pherma

বিগত ২০ জুলাই সবুজ কৌঁশলে রাত ১০ টার দিকে ঐ নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে ব্ল্যাকমেইল করে সেই গোপন ছবি দেখিয়ে । ঠিক সেসময়ই তার ছেলে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে এবং চিৎকার দেয়।

আরও পড়ুন…সারা বিশ্বে করোনায় আরও ১৮৮২ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

তারপর তার শাশুড়ি দৌঁড়ে আসেন পাশের রুম থেকে ।তারপর সেখান থেকে চলে যান সবুজ।এই নিকৃষ্ট ঘটনায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রাজবাড়ী শাখায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন সবুজের বিরুদ্ধে।

 

ইবাংলা/তরা/ ৪ আগষ্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us