একই সাথে নানা-নাতির মৃত্যু।

ইবাংলা প্রতিবেদক

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকের নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম পশ্চিম বিল এলাকায় বজ্রপাতে একইসময় নানা-নাতির মৃত্যু হয়েছে মাছ ধরতে গিয়ে ।গত ৩ আগস্ট (বুধবার) তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে রাত ১০টার দিকে।তবে ওই এলাকায় এ ঘটনা ঘটে একই দিন বিকেলে।

Islami Bank

আরও পড়ুন…সুকৌশলে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ !

মৃতরা হলেন, জমির শেখ (৭০) এবং তার নাতি পাপ্পু হোসেন (১২)।নিহত জমির শেখের ছেলে শামিম হোসেন ইবাংলা কে বলেন, বাবা বুধবার বিকেলেও জাল দিয়ে মাছ ধরার জন্য বের হয়েছিলেন প্রতিদিনের মতো । সঙ্গে তার নাতি পাপ্পুও ছিল সময় এইসময়। কিন্তু তারা বাড়িতে ফিরছিলেন না সন্ধ্যা পেরিয়ে অন্ধকার হয়ে গেলেও । তারপর ঐ দিন দুজনের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় রাত ১০টার দিকে চৌগ্রাম পশ্চিম বিল এলাকা থেকে ।

one pherma

আরও পড়ুন…চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইউএস ডলার আটক

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, বুধবার বিকেলে নানা ও নাতি জাল দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন।কিন্তু বিকেলে ঘটে এ ঘটনা।

 

ইবাংলা/তরা/৪ আগষ্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us