দুই দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

দুই দিনের সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন বাংলাদেশ সফরে আসছেন। তাইওয়ান সফর ঘিরে যুক্তরাষ্ট ও চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই একইদিনে ঢাকায় পা রাখবেন এই দুই মন্ত্রী।

Islami Bank

আরও পড়ুন…ফিলিস্তিনে আবারও ভয়াবহ হামলা ইসরাইলের

শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ৭ আগস্ট বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় বৈঠকটি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ওয়াং ই।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া উন্নয়ন সহযোগী হিসেবে চীনের পাশে থাকা, খাদ্য ও জ্বালানি ইস্যু, রোহিঙ্গা ইস্যু এবং তাইওয়ান ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে, চার দিনের সফরে নয়াদিল্লি হয়ে আজ ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।

one pherma

জানা গেছে, মিশেল জে সিসনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বড় কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।

আরও পড়ুন…মধ্যস্বত্বকারীদের থাবায় কুপোকাত রেমিট্যান্স যোদ্ধারা !

সফরে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু গুরুত্ব পাবে। বিশেষ করে ইউক্রেন পরিস্থিতি, তাইওয়ান ইস্যু, খাদ্য নিরাপত্তা ইস্যুটি আলোচনায় আসবে। এ ছাড়া স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হতে পারে।

ইবাংলা/জেএন/৬ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us