প্রতিদিন ৪ ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক :

প্রতিদিন ৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কোন চারঘণ্টা বন্ধ থাকবে তার এখন জানা যায়নি। বুধবার (১৫ সেপ্টেম্বর) জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Islami Bank

এ বিষয়ে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান জানিয়েছেন, সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন সময়টাতে বন্ধ থাকবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জানানো হবে। আর আগামী রোববার বিকেল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানিয়েছিল পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।

one pherma

এই সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে মঙ্গলবার সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসে পেট্রোবাংলা। সভায় স্টেশন মালিকেরা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা পাম্প বন্ধ রাখার প্রস্তাব দেয়। পাশাপাশি সিদ্ধান্ত কার্যকরের জন্য কয়েক দিন সময় চায় ওনার্স এসোসিয়েশন।

সূত্র : আরটিভি অনলাইন

ইই

Contact Us