বিষ্ফোরনে কেপে উঠল উত্তরার কামারপাড়া,মৃত্যু বেড়ে দুই (০২)

ইবাংলা ডেস্ক

রাজধানী ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায় একটি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।৬ আগস্ট শনিবার রাত ২টার দিকে মৃত্যু হয় গাজী মাজহারুল ইসলামের (৪৭)। তিনি মালিক ছিলেন একটি গ্যারেজের ।

আরও পড়ুন…ধিরে ধিরে দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু

এ নিয়ে বেড়ে দুজনে দাঁড়ালো মৃতের সংখ্যা।বিস্দফোরনে দগ্ধ অন্যান্যরা হলেন মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২) ও মো. শাহিন(২৬)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তারা সবাই ভর্তি রয়েছেন ।ডা. আইউব হোসেন যিনি হাসপাতালটির আবাসিক সার্জন তিনি জানান, আহতদের সবার শরীরের দগ্ধ হয়েছে ৪৫-৯০ শতাংশ । আশঙ্কাজনক সবার অবস্থাই ।

আরও পড়ুন…রাজধানীতে সর্বোচ্চ ৩ ঘন্টা লোডশেডিং দেবার পরিকল্পনা !

মোহাম্মদ নুরুল ইসলাম যিনি দগ্ধদের হাসপাতালে নিয়ে আসেন তিনি বলেন, “উত্তরা কামারপাড়া এলাকায় রিকশা গ্যারেজের পাশাপাশি ভাঙারির ব্যবসা রয়েছে। ওই ভাঙারির দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়।এতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন”।উল্লেখ্য, বিস্ফোরনটি হয়েছে একটি রিক্সা গ্যারেজে এবং বিস্ফোরনের কারন ছিল সেন্টের বোতল।

ইবাংলা/তরা/৭ আগষ্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us