বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা জোরদারকরণের লক্ষ্যে সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে ২০২৩-২০২৭ (পাঁচ বছর) মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম (Cultural Exchange Program) স্বাক্ষরিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর ও পিপলস রিপাবলিক অব চায়না’র সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এতে স্বাক্ষর করেন।
চুক্তির ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় আরো প্রসারিত হবে বলে উভয় দেশের বিশেষজ্ঞরা মনে করছেন।
ইবাংলা/জেএন/৭ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.