রাজধানীতে নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার আবাসিক হোটেল থেকে

ইবাংলা প্রতিবেদন

জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে । তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে।বুধবার রোজ ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয় পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের ওই আবাসিক হোটেল থেকে । এ তথ্য নিশ্চিত করেছে কলাবাগান থানা পুলিশ ।সূত্র থেকে জানা গেছে, মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন জান্নাতুল নাঈম সিদ্দীক।বর্তমানে তিনি স্ত্রী ও গাইনি বিষয়ে কোর্স করছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ।

Islami Bank

আরও পড়ুন…ইবিতে ড্রাইভার পদে নতুন ১০জনকে নিয়োগ

পুলিশ জানায়, তার বন্ধু রেজাউল মৃত্যুর আগে ওই নারীর সঙ্গে হোটেলে অবস্থান করছিলেন । তিনি পলাতক আছেন বর্তমানে। কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা দুজন হোটেলে রুম বুকিং করেন। বুধবার রোজ ১০ আগস্ট রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হোটেলটির ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

one pherma

আরও পড়ুন…বরগুনা জেলা বিএনপির নেতৃত্ব তৃনমূলের আস্থা,ফিরোজ মামুন তরুনদের আশ্রয়স্থল

ওসি আরও জানান, আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে । এ ঘটনায় আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে।জান্নাতুলের বাবা শফিকুল আলম রেজাউলের নামে মামলা করেছেন।ওসি জানান রেজাউলকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে।

ইবাংলা/তরা/১১ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us