স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নেয়া যাবে সপ্তাহে একদিন

নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহে একদিন স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেয়ার সুযোগ থাকবে। তবে এ সুবিধাটি পাবেন শুধুমাত্র ষাট বছরের বেশি বয়সিরা।

Islami Bank

রোববার (১৯ সেপ্টেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম খুরশীদ আলম।

মহাপরিচালক জানান, এখন থেকে প্রতি মাসে ক্যাম্পেইন মাধ্যমে এক কোটিসহ প্রায় দুই কোটি টিকা দেয়া হবে। এরই মধ্যে বারো বছরের উর্দ্ধে শিশুদের টিকা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

one pherma

তিনি আরো বলেন টিকা কেন্দ্রে ভীড় কমাতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স এর বাইরে অডিটোরিয়ামেও টিকা দেয়া হবে।

ইবাংলা/ ১৯ সেপ্টেম্বর

Contact Us