ব্যাংক হিসাব তলবের ঘটনাটি অপ্রত্যাশিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব প্রসঙ্গে সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

Islami Bank

বৈঠকে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনাটি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, কুদ্দুস আফ্রাদ, আবুল কালাম আজাদ, আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

এসময় সাংবাদিক নেতাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে ঘটেছে। আমি জানতাম না, তথ্যমন্ত্রীও বোধহয় জানতেন না কিছু। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছি। তিনিও আপনাদের মতো একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তি কোথায় সেটাও দেখছি। আমার মনে হয়, একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি চিঠিটা এভাবে দেওয়া উচিত হয়নি।

one pherma

তিনি আরও বলেন, আমরা বিষয়টি আরেকটু দেখে নিই। কোথা থেকে কীভাবে, কী হয়েছে দেখে ব্যবস্থা নেবো। অবশ্যই আপনাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। সেই জায়গাটায় কিছু করতে না পারলেও পরবর্তীতে এমনটা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখবো।

এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর ) জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করেন সাংবাদিকরা।

এবং আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

ইবাংলা/ টিপি/২০ সেপ্টেম্বর

Contact Us