আত্মবিশ্বাসী সাকিব ! বললেন পাপন…

ইবাংলা প্রতিবেদক

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সবকিছু পাশ কাটিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব উঠেছে সাকিব আল হাসানের কাঁধে। গত কয়েকদিন ধরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন তিনি। তার সঙ্গে আছেন আরও কয়েকজন ক্রিকেটার।

Islami Bank

আরও পড়ুন…তুরস্কের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করবেন জাতিসংঘ মহাসচিব ইউক্রেনের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার ১৮ আগস্ট তাদের অনুশীলন দেখতে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সাকিবকে দেখে খুব আত্মবিশ্বাসী লেগেছে। টি-টোয়েন্টি ধুঁকতে থাকা দলকে কক্ষপথে ফেরাবেন নতুন অধিনায়ক, এমন আশার ইঙ্গিতও মিলেছে পাপনের কথায়।

আরও পড়ুন…চীন,ভারত সহ আরো কয়েকটি দেশ সেনা পাঠাচ্ছে রাশিয়ায়…

one pherma

তিনি বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটন দাসের সঙ্গে হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকা জরুরি, মানে জিততে পারবো।’

আরও পড়ুন…হিরোগিরি গেল বরগুনার কতিপয় পুলিশ সদস্যের…

তিনি বলেছেন, ‘হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারবো বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে। এতে কোনো সন্দেহ নাই।’

ইবাংলা/তরা/১৮ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us