ফখরুল সাহেব মাঝে মাঝে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলেন: ওবায়েদুল কাদের

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট নিয়ে আলোচনা করতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব মাঝে মধ্যে কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে চোখে পানি ফেলে দেন। কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে।১৮ আগস্ট বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচাত্তরের ১৫ আগস্ট নিয়ে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Islami Bank

আরও পড়ুন…আত্মবিশ্বাসী সাকিব ! বললেন পাপন…

ওবায়দুল কাদের বলেন, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের রক্তস্রোত আমরা ভুলিনি। আইভি রহমানসহ বহু নেতাকর্মীদের রক্ত আমরা ভুলে যাইনি।তিনি বলেন, ২১ আগস্ট বিএনপি-জামায়াত হামলা চালিয়ে আমাদের নেত্রীকে মেরে ফেলতে চেয়েছিল। পরে এফবিআইয়ের তদন্তও স্থগিত করা হয়। এ ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান বলেছিলেন, ‘আমরা হাওয়া ভবনের সিগন্যাল পেয়ে হামলা চালিয়েছি। ’

one pherma

আরও পড়ুন…স্বামী বাজারে,শয়ন কক্ষে গৃহবধূর ঝুলন্ত লাশ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের ১৫ আগস্ট ঘটিয়েছে। জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেত না।

ইবাংলা/তরা/১৮ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us