চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের কর্তব্যে অবহেলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা দুই সহকারি শিক্ষক স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েছেন। ১৬ আগস্ট তাদের অব্যহতি পত্র গ্রহন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। অপরদিকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা প্রধান শিক্ষক নিগার সুলতানার কোন হদিস পাওয়া যায়নি।

গত সপ্তাহে বিভিন্ন সংবাদ মাধ্যমে চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের কর্তব্যে অবহেলা নিয়ে সংবাদ প্রচার হয়।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে চুয়াডাঙ্গার হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা ও সহকারি শিক্ষক নীনা শাহরিয়ার। একইভাবে বিদ্যালয়ে যায় না ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেক সহকারি শিক্ষক নিপা শাহরিয়ার।

তাদের কর্তব্যে অবহেলার ব্যাপারে উপজেলা শিক্ষা অফিস একটি অভিযোগ পত্র পাঠায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে । এরইমধ্যে ওই দুই সহকারি শিক্ষক নীনা শাহরিয়ার ও নিপা শাহরিয়ার স্বেচ্ছায় চাকরি ছাড়তে চেয়ে আবেদন পত্র জমা দেন। সে আবেদন গ্রহন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, তারা এখন আর ওই পদে বহাল নেই। ওই দুটি পদ শুণ্য ঘোষণা করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান আছে।

ইবাংলা/টিএইচকে/১৯আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us