নবগঠিত ডাসার উপজেলা পরিষদ পরিদর্শনে এমপি গোলাপ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
নবগঠিত ডাসার উপজেলা পরিষদ পরিদর্শন করলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ। এসময় তাঁকে উপজেলা পলিষদের কর্মকর্তারা ফুলের শুভেচ্ছ জানিয়ে স্বগত জানান।
নবগঠিত ডাসার উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াছমিনের আমন্ত্রণে ড. আবদুস সোবহান গোলাপ ডাসার উপজেলা নতুন ভবন পরিদর্শনে গেলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর নবগঠিত ডাসার উপজেলা পরিদর্শন করেন সংসদ সদস্য ড. আবদু সোবহান গোলাপ।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
এসময় ডাসার থানার অফিসার ইনচার্জ হাসানউজ্জামান এবং কালকিনি থানা অফিসার ইনচার্জ শামীম উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানী নেতাকর্মী ও সাধারণ জনগণ তাদের প্রিয় নেতা ড. আবদুস সোবহান গোলাপ এমপিকে কাছে পেয়ে যেন খুশির জোয়ারে ভাসছেন।
২০১২ সালের ২ ফেব্রুয়ারি ডাসারে একটি পুলিশ তদন্তকেন্দ্র স্থাপিত হয়। পরে কালকিনি উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ২০১৩ সালের ২ মার্চ ডাসার থানা গঠন করা হয়। এর কিছুদিন পর থেকেই ডাসারকে উপজেলায় রূপান্তরের প্রস্তাব দেয় স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন…ইবাংলা সম্পাদক ইস্রাফিলকে হত্যার হুমকি
২০১৭ সালের ২০ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ডাসার থানাকে উপজেলায় উন্নীতকরণের কথা থাকলেও তা নাকচ করা হয়। বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়। এরপর ২০২১ সালের ২৬ জুলাই নিকারের ১১৭তম সভায় ডাসারকে পরিপূর্ণ উপজেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইবাংলা/টিএইচকে/২০আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.