কেরানীগঞ্জের বিসিক শিল্পনগরীর ফ্যাক্টরিতে আগুন

ইবাংলা প্রতিবেদন

রাজধানীর অদূরে কেরানীগঞ্জের রোহিতপুরে অবস্থিত ঢাকা বিসিক শিল্পনগরীর প্রাইম প্রিন্ট এন্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯আগস্ট) রাত সাড়ে ১১ টা ৩৫ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হেডকোয়ার্টার ফায়ারসার্ভিসে ৫টি ও কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসে ১টিসহ মোট ৬ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Islami Bank

ফায়ারসার্ভিস হেডকোয়ার্টার জোন-৫ এর উপসহকারী পরিচালক হাজিজুর রহমান জানিয়েন ,তারা রাত ১১টা ৩৫ মিনিটে খবর পেয়ে ১১টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁচ্ছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।আড়াই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সময় মত ঘটনাস্থলে পৌঁছাতে পাড়ায় ক্ষতির পরিমাণ কম হয়েছে।

one pherma

অন্যথায় পাশের ফ্যাক্টরিগুলোতেও আগুন ছড়িয়ে পড়তো বলে জানান এ কর্মকর্তা। প্রাথমিক ভাবে জানা গেছে মেশিনারি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকান্ডের কারণ জানা যাবে। অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ইবাংলা/জেএন/২০ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us