বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুস্তস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন স্বাধীনতার চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক সংস্কৃতি অঙ্গনের শিল্পীদের জোট সংগঠন ‘বাঙ্গালী সাংস্কৃতিক বন্ধনের কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দ। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনকের সমাধি সৌধে সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতাকর্মি উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে মহান আল্লাহর নিকট দোয়া ও মোনাজাত করেন।
আরও পড়ুন…ইউক্রেনের জন্য ৭৭৫ ডলারের নতুন অস্ত্র প্যাকেজ যুক্তরাষ্ট্রের
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চলচিত্র প্রযোজক ও সাংস্কৃতিক সংগঠক সাইদুর রহমান সজল ও সাধারন সম্পাদক সাইফুল আজম বাশার। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সঞ্জীব দাস অপু, সভাপতিমন্ডলীর সদস্য বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, নবীন কিশোর গৌতম, আখতারুজ্জামান খোকা ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সেলিম।
শ্রদ্ধা জ্ঞাপণ শেষে সভাপতি সাইদুর রহমান সজল সাংবাদিকদের বলেন আগামী দিনে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই। আর এজন্যই সাংস্কৃতিক অঙ্গনে স্স্থু ধারার শিল্প চর্চা একান্ত প্রয়োজন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার বলেন বঙ্গবন্ধুর আদর্শের সাংস্কৃতিক শিল্পীদের ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা ও সাংস্কৃতিক অঙ্গনের সৌন্দর্য রক্ষা করতে কাজ করবে ‘বাঙ্গালী সাংস্কৃতিক বন্ধন’। আর স্বাধীনতা রক্ষার চাইতে বড় আর কিছু হয়না। তাই এই সংগঠন স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার চক্রান্তের জবাব দিবে সাংস্কৃতিক কাজের মধ্য দিয়ে।
ইবাংলা/জেএন/২০ আগস্ট,২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.