এবার মহাকাশে যাচ্ছেন আদিবাসি নারী…

আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো পৌঁছাতে যাচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক আদিবাসী নারী নভোচারী।তিনি বসন্তে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পরবর্তী স্পেসএক্স ক্রু-৫ মিশনে অংশ নিতে যাচ্ছেন । এই অভিযান সফল হলে মহাকাশে পৌঁছানো প্রথম আদিবাসী নারী নভোচারী হবেন নিকোল অনাপু মান।

Islami Bank

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

নিকোল অনাপু মান ক্যালিফোর্নিয়ার পেতালুমার বাসিন্দা। তিনি ওয়েলাসকি জাতির সদস্য। উত্তর ক্যালিফোর্নিয়ার স্থানীয় আদিবাসী তিনি। নৌ-সদস্য নিকোল অনাপু মানের সামরিক ক্যারিয়ারও আছে। ইরাক ও আফগানিস্তান সফর করেছেন তিনি। তাঁর ২৫টি আলাদা বিমানে আড়াই হাজার ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে ।

one pherma

আরও পড়ুন…সিরিয়ায় ফের রকেট হামলায় শিশুসহ নিহত বেড়ে ২০

নাসার বিশালাকার চাঁদে পাঠানোর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা তৈরিতেও সহায়তা করেছেন নিকোল। এক সাক্ষাৎকারে নিকোল বলেন, এটা খুবই উত্তেজনাপূর্ণ। আমি মনে করি, আমাদের সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন গুরুত্বপূর্ণ, এতে অন্যান্য নেটিভ বাচ্চারা যদি ভেবে থাকে কোনো সম্ভাবনা নেই কিংবা বাধা পড়ছে, তখন এগুলো ভাঙতে শুরু করবে ।

ইবাংলা/তরা/২০ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us