এ বছর নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরিক্ষার্থীদের পরিক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা শেষ পর্যন্ত দূর হয়েছে। সব দিক বিবেচনা করে আগামী নভেম্বর মাসে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবং এ দুই পাবলিক পরিক্ষার সময় পেছানোর ও সম্ভাবনা নেই এমনটাই জানান তিনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এসময় তিনি বলেন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে এখনো বড় ধরনের কোনো অঘটন ঘটেনি, সে কারণে আগামী নভেম্বরের শুরুতে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রস্তুতি চলছে। নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজন করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আছে। কিছু জায়গায় শিক্ষার্থীদের ক্লাসে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শোনা গেছে। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে। এবং সেসব স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। প্রাক-প্রাথমিক এর শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপাতত তারা বাসায় থেকে পড়াশোনা করবে। তিন সপ্তাহ পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

ইবাংলা/টিপি/২৫ নভেম্বর

Contact Us