বুধবার থেকে নতুন সূচিতে অফিস চলবে

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় বিদ্যুৎ ব্যবহার হ্রাস ও যানজট লাঘবের লক্ষ্যে সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সূচিতে পরিবর্তন এনেছে সরকার সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং ব্যাংকের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুনঃনির্ধারন করা হয়েছে।

Islami Bank

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া ‍হয়েছে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘অফিসের এই নতুন সময়সূচি আগামী বুধবার থেকে কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে একটি সার্কুলার ইস্যু করবে উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে। সভায় আগামী ১০ থেকে ১৫ দিন পল্লী এলাকায়এদিকে আমন ধানের খেতে সেচ সুবিধার জন্য আগামী ১২ থেকে ১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

one pherma

আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সরকারি অফিস কক্ষের জানালা থেকে পর্দা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে, যাতে করে প্রাকৃতিক আলো ঢুকতে পারে। পাশাপাশি এয়ার কন্ডিশনার যতটা সম্ভব কম ব্যবহার করতে নির্দেশ দিয়েছে, যাতে করে বিদ্যুতের ব্যবহার কম হয়।

তিনি আরো বলেন, সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকগুলোর জন্য নতুন সময়সূচি ঘোষণা করেন।
মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি ২ দিন করার সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয় এবং যানজট লাঘবে সহায়ক হবে।

ইবাংলা/জেএন/২২ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us